দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণের প্রক্রিয়া শুরু হল শ্রীরামপুরে। শনিবার সকাল থেকেই স্থানীয় রেশন দোকানগুলি থেকে গ্রাহকদের হাতে তুলে দেয়া হয় দীঘা মন্দিরের এই প্রসাদের প্যাকেট।
কিছুদিন আগেই দীঘা মন্দির সূচনা হয় এবং সেদিনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর কাছে এই প্রসাদ পৌঁছানোর বার্তা দেন। স্বাভাবিকভাবেই সেই প্রসাদ হাতে পেয়ে খুশি গ্রাহকরা। প্রসাদ বিতরণকারী রেশন দোকানের মালিক বলেন ভগবানের প্রসাদ বিতরণের কাজে যোগ দিতে পেরে আমরাও খুশি। সুষ্ঠুভাবেই এই প্রসাদ বিতরণের প্রক্রিয়া শুরু হয়েছে। যে প্রক্রিয়া চলবে।