
বিজেপি শাসিত রাজ্যে বাঙ্গালীদের হেনস্তার প্রতিবাদে পথে নামলো তৃণমূল কর্মীরা,এই হেনস্তার প্রতিবাদে কোলকাতায় আজ পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,অভিষেক বন্দ্যোপাধ্যায়।

হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে শ্রীরামপুর বটতলা থেকে শুরু হওয়া এই মিছিল শেষ হয় শেওড়াফুলি ফাঁড়িতে।

সংগঠনের সভাপতি তথা চাপদানির বিধায়ক অরিন্দম গুইণের নেতৃত্বে এই মিছিলে যোগ দেন সাংগঠনিক চেয়ারম্যান অসীমা পাত্র, মন্ত্রী বেচারাম মান্না, চুঁচুড়ার বিধায়ক তপন মজুমদার সহ জেলার পুরসভারগুলির পৌর প্রধানদের পাশাপাশি তৃণমূলের অন্যান্য নেতৃত্ব। সাংগঠনিক সভাপতি অরিন্দম গুইন জানান যেভাবে বিজেপি শাসিত রাজ্যে বাঙ্গালীদের হেনস্তা করা হচ্ছে তারই প্রতিবাদে এই মিছিলে। তৃণমূল কর্মীদের পাশাপাশি সরব হয়েছেন সাধারণ মানুষ। আমরা সাধারণ মানুষকে এক হতে বলছি এবং এই অত্যাচারের জবাব সাধারণ মানুষই দেবে।