আজ সারা দেশ জুড়ে পালিত হল ভাইফোঁটা উৎসব।

Spread the love

আজ সারা দেশ জুড়ে পালিত হল ভাইফোঁটা উৎসব। কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয় তিথিতে ভাইফোঁটা উৎসব পালিত হয়, এদিন সমস্ত বোনেরা ভাইদের মঙ্গল কামনায় প্রার্থনা করে তাদের কপালে চন্দনের টিকা দেন। এই উৎসবের মধ্য দিয়ে ভাই এবং বোনের মধ্যে যে বন্ধন তা আরো দৃঢ় হয় কথিত আছে যমুনা দেবী তার ভাই যম কে ফোঁটা দেওয়ায় যম অমরত্ব লাভ করেছিলেন। এভাবেই যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে মধুর সম্পর্কের এই উৎসব। বৃহস্পতিবার সকাল থেকে হুগলির সিঙ্গুরের রতনপুরে রাজ্যের কৃষিজ বিপণন মন্ত্রী বেচারাম মান্নার বাড়ি ছিল উৎসব মুখর ।

বেচারাম বাবুর দিদিরা এবং বোনেরা তার কপালে ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করেন। প্রদীপ জেলে ধান দূর্বা দিয়ে বেচারাম বাবুকে আশীর্বাদ করেন দিদিরা। আদরের ভাই বেচারাম দিদিদের পায় প্রণাম করে আশীর্বাদ প্রার্থনা করেন।

মন্ত্রী বলেন এটাই বাংলার ঐতিহ্য আজকে এই পবিত্র দিনটির জন্য সমস্ত ভাইরা অপেক্ষা করে থাকেন তাদের বোন দের কাছ থেকে ফোঁটা নেবার জন্য, আমিও সারা বছর এই দিনটির অপেক্ষায় থাকি, হাজারো ব্যস্ততার মধ্যেও কখনোই আমি ভাইফোঁটা অনুষ্ঠান মিস করি না।

 

 

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *