খুঁটি পূজার মধ্যে দিয়ে পূজোর ঢাকে কাঠি পড়লো শ্রীরামপুরে।ঘন্টা,কাসরের শব্দে রবিবার সকালে মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে সূচনা হলো শ্রীরামপুরের ৫ ও ৬ এর পল্লীগোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির পুজোর আবহ।
শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জির সভাপতিিত্বে প্রতি বছরই শ্রীরামপুরের গান্ধী ময়দানের এই পুজোয় নতুনত্ব থাকে,তেমনিই এই বছরের পুজোর চমক কোনারকের মন্দির।

একই সাথে পুজোর দিনগুলিতে নতুনত্বের চমকে সাজবে এই পূজা মন্ডপ। সাংসদ কল্যাণ ব্যানার্জি জানান শ্রীরামপুরের এই পুজো মানুষের কাছে আবেগ, স্বাভাবিকভাবে সেই পুজোয় থাকবে নতুনত্ব। এদিন থেকেই শুরু হয়ে গেল সেই প্রস্তুতির তৎপরতা।

এবছর ১১২তম বর্ষের এই পূজা। এই খুঁটি পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, শ্রীরামপুরের চেয়ারম্যান গিরিধারী সাহা, বৈদ্যবাটি চেয়ারম্যান পিন্টু মাহাতো, রিষড়ার চেয়ারম্যান বিজয় মিশ্র মহাশয়। তৃণমূল নেতা রাজীব ব্যানার্জি। ও অন্যান্য পৌর প্রতিনিধিরা।