বিশ্বখ্যাত চন্দননগরে জগদ্ধাত্রী পুজার বিজয় দশমী আজ, গত ২৭ শে অক্টোবর ২০২৫ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে মা জগদ্ধাত্রী পূজার সূচনা হয় আজ তার দশমী।

চন্দননগর শহরের বিভিন্ন পূজা মন্ডপ থেকে আজ মা জগদ্ধাত্রীর শোভাযাত্রা করে শহর পরিক্রমা করা হয়। মা জগধাত্রীকে বরণ করে তবেই শোভাযাত্রা শুরু হয়।

তেমনি বরণ করা হয় ভদ্রেশ্বরের তেঁতুল তলার মা জগদ্ধাত্রীকেও। তবে আমরা ঠাকুরকে বরণ করতে দেখে আসছি মহিলাদের কেই, কিন্তু ভদ্রেশ্বর তেতুলতলায় মা জগদ্ধাত্রীকে বরণ করেন পুরুষেরা।



এখানে পুরুষেরা মহিলার সাজে সেজে মা জগদ্ধাত্রীকে বরণ করেন, জানা যায় এই নিয়ম বা প্রথা ব্রিটিশ আমল থেকেই হয়ে আসছে। ২৩৩ বছরের পুজোয় আজ অব্দি মাকে বিদায় দেওয়ার আগে পুরুষেরাই মহিলা সেজে বরণ করে আসছেন। তেঁতুলতলার প্রসেনজিৎ বাবু জানান ব্রিটিশ আমলে মহিলারা তাদের অত্যাচারের ভয় ঘর থেকে বের হতেন না মাকে বরণ করা তো দূরের কথা তখন থেকেই পুরুষেরাই মহিলা সেজে শঙ্খ বাজিয়ে মহিলাদের মতো ঘোমটা দিয়ে মা জগদ্ধাত্রীকে বরণ করেন। আমরাও এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি, আজকের এই দিনটায় মহিলারাই আমাদের শাড়ি পরিয়ে দেন সাজিয়ে দেন মহিলাদের মত। আর এইভাবে মায়ের সেবা করতে পেরে আমরাও ধন্য।
