রিষড়ার জগদ্ধাত্রী পুজো শুরু নবমী থেকে তারই গাইড ম্যাপ উদ্বোধন হলো রিষড়া থানা থেকে, উদ্বোধন করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়, পৌরসভার পুরো প্রধান বিজয় মিশ্র ও অন্যান্য নেতৃবৃন্দসহ, উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা।
এই গাইড ম্যাপ উদ্বোধন করতে এসে সাংসদ বলেন বিগত বেশ কয়েক বছর ধরেই আমি এই গাইড ম্যাপ উদ্বোধন করছি রিষড়া এমন একটা জায়গা যেখানে নানা ভাষার নানা ধর্মের মানুষ বাস করেন। আমি সব ধর্মের মানুষই সব অনুষ্ঠানে একসাথে মিলেমিশে অনুষ্ঠান পালন করেন এটাই আমাদের গর্বের বিষয়।আমরা চাই এই ভাবেই সবাই মিলে মিশে থেকে সব অনুষ্ঠানে আমরা আনন্দ উপভোগ করি। পুরসভা ও তৈরি এই জগদ্ধাত্রী পুজোকে সুষ্ঠুভাবে পরিচালনা করার। পুলিশ প্রশাসন যথাযথ তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আসুন সবাই মিলে আমরা এই রিষড়ার জগদ্ধাত্রী পুজোকে আরো আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে দি।
