রেশন সামগ্রীর বেআইনি পাচার ধরল পুলিশ ! শুক্রবার সকালে উদ্ধার মোট ৩৭হাজার ৫০০কেজি চাল,আটা।

Spread the love

রেশন সামগ্রীর বেআইনি পাচার ধরল পুলিশ ! শুক্রবার সকালে উদ্ধার মোট ৩৭হাজার ৫০০কেজি চাল,আটা। ঘটনায় তিনজনকে আটক করেছে চন্ডীতলা থানা। পাশাপাশি ভিন রাজ্যের নাম্বার প্লেট লাগানো একটি ট্রাক আটক করা হয়েছে বলে জানালেন চন্ডীতলার SDPO তমাল সরকার।

শুক্রবার চন্ডীতলা থানায় সাংবাদিক বৈঠক করে পুলিশ আধিকারিকরা জানান, চন্ডীতলা থানা একটি বিশেষ সূত্রে খবর পেয়ে হুগলি জেলা গ্রামীণ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও চন্ডীতলা থানায় আধিকারিকদের নিয়ে জঙ্গলপাড়া এলাকায় রাজলক্ষী ভান্ডার নামে একটি গোডাউনে রেড করে।

সেখান থেকে মোট ৩৭,৫০০ কেজি চাল ময়দা উদ্ধার করা হয়েছে যেগুলো বে আইনি ভাবে পাচার করা হচ্ছিল। একটি লরি আটক করা হয়েছে। এবং ঘটনায় গোডাউনের মালিক সহ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

পুলিশের অনুমান যে সামগ্রীগুলো উদ্ধার হয়েছে তা সবই রেশন সামগ্রী। এই ঘটনায়
স্বঃ প্রণোদিতভাবে মামলা রুজু করা হয়েছে। এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হবে তারা এই বেআইনি কাজের সাথে কিভাবে যুক্ত, কতদিন ধরে তারা এই ধরনের কাজকর্ম করছে, আর অন্য কেউ এর সাথে যুক্ত আছে কিনা। শ্রীরামপুর মহকুমা খাদ্য দপ্তরকে পুরো বিষয়টি জানিয়ে চিঠি পাঠানো হচ্ছে ।

হুগলি জেলা পরিষদের খাদ্য-কর্মাধ্যক্ষ শামীম আহমেদ বলেন, কয়েকদিন আগেই ডানকুনিতে একটি গোডাউনে এই ধরনের কেস আমি নিজে ধরি। এটা পুলিশ নিয়ে নিজে অভিযান চালিয়ে ধরে। আমাদের খাদ্য দফতরের আধিকারিকদের ওখানে পাঠানো হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *