শ্রীরামপুরের গঙ্গার ঘাটে আবার দুর্ঘটনা। আবারো গঙ্গায় তলিয়ে গেল আরো একজন মানুষ।
শ্রীরামপুর ফটির বাজার স্টপেজে নেমে বাম দিকের রাস্তায় গেলেই পরে সুরকি ঘাট আর ওই গঙ্গার ঘাটে আবারো দুর্ঘটনা,গতকাল স্নান করতে নেমে তলিয়ে গেলেন আরো একজন পুরুষ।

এই নিয়ে মোট চার জন বিগত কয়েক মাসের মধ্যে জলে তলিয়ে মারা গেলেন।
এই ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। আজ সকালেই সুরকি ঘাটে উপস্থিত হন প্রশাসনের আধিকারিকরা।

ঘাটকে সরেজমিনে দেখলেন,প্রশাসনিক আধিকারিকরা। সুরকি ঘাট পরিদর্শনের পর শ্রীরামপুরের মহকুমা শাসক জানালেন এই সুরকি ঘাটে, বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে গেছে বিগত কয়েক মাসে তাই এই ঘাট জনসাধারণের ব্যবহারের পক্ষে উপযোগী নয়, যতদিন না এই ঘাট জনসাধারণের উপযোগী করে দেওয়া হচ্ছে ততদিন এই ঘাট ব্যবহার করতে পারবে না কেউ।

আজ মহকুমা শাসকের সাথে উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা রিষড়া পুরসভার চেয়ারম্যান বিজয় মিশ্র, শ্রীরামপুর প্রাক্তন চেয়ারম্যান অমিয় মুখার্জি, শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলার পাপ্পু সিং ও পুলিশ আধিকারিকেরা। আর ছিলেন ইরিগেশন দপ্তরের ইঞ্জিনিয়াররা