সদ্যোজাত শিশুকে চুরি করার অভিযোগ এক মহিলার বিরুদ্ধে। হুগলির শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের ঘটনা।

যদিও কিছুক্ষণের মধ্যে পুলিশ মহিলাকে আটক করে উদ্ধার করে শিশুটিকে।প্রাথমিকভাবে জানা যায় গত বৃহস্পতিবার দিন কোন্নগরের ঘোষাল বাগানের বাসিন্দা নেহা কুর্মির এক কন্যা সন্তান হয়। আজ ছুটি হলে হাসপাতাল চত্বরে এক মুসলিম মহিলা তার বাচ্চাটিকে দেখার জন্য চায়। অভিযোগ তারপরে সে নিয়ে পালায়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে শ্রীরামপুর থানার পুলিশ।
তদন্তে নেমে শ্রীরামপুরের নওগা এলাকার জি,টি রোড থেকে অভিযুক্ত মহিলাকে আটক করেছে পুলিশ। পরে পুলিশ মায়ের হাতে তুলে দিয়েছে শিশুটিকে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে।
