রথযাত্রার প্রস্তুতিতে মাহেশ,পরিদর্শনে প্রশাসনিক আধিকারিকরা

আর মাত্র কয়েকটা দিন তারপরেই অনুষ্ঠিত হবে শ্রীরামপুরের ঐতিহ্যের মাহেশের রথযাত্রা। আগামী ২৭ জুন সেই রথযাত্রার প্রস্তুতিতে শুরু হয়ে গেল প্রশাসনিক তৎপরতা। ৬২৯ বছরে পদার্পণ করা মাহেশের রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সোমবার মহেশ জগন্নাথ মন্দির চত্বরে পরিদর্শন করেন প্রশাসনিক আধিকারিকরা। জি টি রোডের ধারে রাখা রথ চত্বর থেকে মাসির বাড়ি পর্যন্ত পরিদর্শন করেন প্রশাসনিক আধিকারিকরা। সতর্ক করেন রাস্তার দু ধারে থাকা ব্যবসায়ীদেরও,যে প্রশাসনিক দলটিতে ছিলেন চন্দননগর কমিশনারেটের ডিসিপি অর্ণব বিশ্বাস, শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী সাহা,পুরসদস্য অসীম পণ্ডিত, জগন্নাথ ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী ছাড়াও বিদ্যুৎ দপ্তর, দমকল দপ্তর সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা। শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী সাহা বলেন সার্বিক রথযাত্রার প্রস্তুতিতে তাদের এই পরিদর্শন। পিয়াল অধিকারী জানান রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তারা বদ্ধপরিকর, সেই উদ্দেশ্যেই এই পরিদর্শন। স্থানীয় বাসিন্দারা সকলেই চাই সুষ্ঠুভাবে সম্পন্ন হোক রথযাত্রার উৎসব।