অঝোরে বৃষ্টিতে ভিজছে শবদেহ।তার মধ্যেই চলছে সৎকারের ব্যবস্থা।ছাতা দিয়ে কোনো ভাবে বৃষ্টি আটকানোর ব্যার্থ চেষ্টা।
বৈদ্যবাটি পুরসভার হাতিশালা ঘাটের এমনই ছবি ভাইরাল!

বিজেপির অভিযোগ,হাতিশালা ঘাট সংস্কারের জন্য কোটি কোটি টাকা অনুমোদন হয়েছে।অথচ কোন সেট বানানো হয়নি।মৃতদেহ সৎকার করতে এসে চরম সমস্যায় পড়ছেন মানুষজন।মানুষের শেষ যাত্রাতেও শান্তি নেই।

বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো বলেন,কে এম ডি এর প্রকল্পে দু কোটি নব্বই লক্ষ টাকায় হাতিশালা ঘাটের সংস্কারের কাজ চলছে।শব দেহ রাখার জন্য একটি ছোট জায়গা রয়েছে।মাঠে দাহ করার জন্য কাট এক জায়গায় জড়ো করা রয়েছে।
হঠাৎ করে বৃষ্টি এসে যাওয়ায় এরকম বিপত্তি দেখা দিয়েছে।
বিজেপির সবকিছুতেই রাজনীতি করা স্বভাব।তাই তারা ছবি তুলে এগুলো ছড়াচ্ছে।
