s

গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে বিশেষ অভিযান চালায় ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। শ্রীরামপুর বঙ্গিহাটি দিল্লি রোড সংলগ্ন এলাকায় একটি কারখানা হানা দিয়ে ২৮০ টি ১৫ কেজি তেলের টিন , ৬ পেটি ভেজাল রাসায়নিক, বিভিন্ন রঙের পেটি সহ পাঁচটি পাঞ্চিং মেশিন বাজেয়াপ্তর পাশাপাশি কারখানার দুই জনকে গ্রেফতার করে।
জানা যায় বেশ কিছুদিন ধরে সরষে ছাড়াই সরষের তেল বানাচ্ছিল এই অভিযুক্তরা। পুলিশ সূত্রে জানা যায়, রাইস ব্র্যান্ড তেল নিয়ে এসে বিভিন্ন ভেজাল মিশিয়ে তৈরি হতো এই সর্ষে ছাড়া সর্ষের তেল। স্থানীয় বিভিন্ন দোকানে সরবরাহ করা হতো এই ভেজাল তেল। আজ তাদের শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয়। কারখানার বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ