কেন্দ্রের বিচারে অর্জন করল পরিচ্ছন্ন শহরের শিরোপা।

Spread the love

হুগলি জেলার পুরসভাগুলির মধ্যে অন্যতম বৈদ্যবাটি পুরসভা,সেই পুরসভার মুকুটে সংযোজন হল নতুন পালক।

 

কেন্দ্রের বিচারে অর্জন করল পরিচ্ছন্ন শহরের শিরোপা। বৃহস্পতিবার দুপুরে দিল্লির বিজ্ঞান ভবনে বৈদ্যবাটির পুরপ্রধান পিন্টু মাহাতোর হাতে এই শিরোপা তুলে দিলেন কেন্দ্রের আবাস ও শহরাঞ্চল বিষয়ক মন্ত্রী মনোহরলাল খট্টর। যে অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন সংস্থার ডিরেক্টর জলি চৌধুরী। জানা গেছে চলতি বছরের জুন মাসে কেন্দ্রের একটি প্রতিনিধি দল এসে শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন পাশাপাশি শহরের বজ্র ব্যবস্থাপনা,বজ্র পৃথককরণ ব্যবস্থার সাথেই শহরের শৌচালয় ব্যবস্থা দেখে যান।যেখানে রাজ্যের ১২৮ টি পুরসভা অংশগ্রহণ করে, তার মধ্যে পরিছন্নতার নিরিখে বৈদ্যবাটী সেরার শিরোপা অর্জন করে। স্বাভাবিকভাবেই এই শিরোপা পেয়ে খুশি পুর কর্তৃপক্ষ।

পুরপ্রধান পিন্টু মাহাতো বলেন পুর কর্মীদের সকলের প্রচেষ্টার পাশাপাশি চাপদানীর বিধায়ক অরিন্দম গুইনের সহযোগিতায় এই সাফল্য। আমাদের লক্ষ্য আগামী দিনে রাষ্ট্রপতির হাত থেকে পুরষ্কার নেওয়া। বিধায়ক অরিন্দম গুইণ জানান এই পুরস্কার আগামী দিনে কাজ করার ক্ষেত্রে আরো উৎসাহিত করবে। স্বাভাবিকভাবেই বৈদ্যবাটীর পুরসভার এই সাফল্যে খুশি স্থানীয় বাসিন্দারা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *