ডিভিসির ছাড়া জল এবং বৃষ্টির প্রভাবে ভাসলো খানাকুলের বেশ কিছু এলাকা

ডিভিসির ছাড়া জল এবং গত কয়েকদিনের টানা বৃষ্টিতে প্রভাব পড়েছে খানাকুলের বিভিন্ন এলাকায়, যার মধ্যে উল্লেখযোগ্য খানাকুলের দু’নম্বর ব্লকের মারোখানা, চিংড়া সহ কয়েকটি পঞ্চায়েত এলাকায়। একদিকে মুণ্ডেশ্বরী নদী অন্যদিকে রূপনারায়ণ নদীর জলে প্রভাবিত হয়েছে খানাকুলের বিভিন্ন এলাকা।

মূলত যার ফলে রাস্তায় জল প্লাবিত হবার কারণে একদিকে যাতায়াতে তৈরি হচ্ছে সমস্যা একইভাবে বেশ কিছু বাড়ি জলে প্লাবিত হওয়ায় সমস্যায় স্থানীয়রা, কোন কোন এলাকায় নৌকা নিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। স্বাভাবিকভাবেই সমস্যায় স্থানীয়রা। তাদের আশঙ্কা আরো বেশি বৃষ্টি হলে ,সমস্যায় পড়বেন তারা। যদিও প্রশাসনিক ভাবে জানা গেছে ইতিমধ্যেই প্লাবিত এলাকায় নজরে রাখছে প্রশাসনের কর্মীরা। তবুও স্থানীয় বাসিন্দারা ঘর ছাড়ার আতঙ্কেই রয়েছে।