গুরু পূর্ণিমা থেকেই শুরু তারকেশ্বরের শ্রাবণী মেলা এবং এই শ্রাবণী মেলায় পুন্যার্থীদের সুবিধার্থে সূচনা হল ওয়াটার এম্বুলেন্স।
বৃহস্পতিবার শেওড়াফুলির ঘাটে সূচনা পর্বে উপস্থিত ছিলেন শম্ভুদীপ সরকার,চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি অর্ণব বিশ্বাস,এসিপি শুভঙ্কর বিশ্বাস,চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন, বৈদ্যবার্টির পুরপ্রধান পিন্টু মাহাতো সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিক এবং পুর সদস্যরা।
মূল
ত আগামী একমাস ব্যাপী এই মেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় করে শেওড়াফুলিতে, কারণ এখানকার গঙ্গার ঘাট থেকে জল তুলে তারকেশ্বরে যান। সেই পুণ্যার্থীদের চিকিৎসার সুবিধার্থে প্রশাসনের এই ভাবনা। অর্থাৎ কোন পুণ্যার্থী অসুস্থ হলে যাতে দ্রুত ওয়াটার অ্যাম্বুলেন্সের মাধ্যমে পার্শ্ববর্তী হাসপাতালে চিকিৎসা করানো যায় তার লক্ষ্যই এই ভাবনা।
শ্রীরামপুরের মহাকুমা শাসক শম্ভুদীপ সরকার জানান পুণ্যার্থীদের সুবিধার্থে প্রতিবছরই নতুন কিছু চিন্তা ভাবনা থাকে সেই ভাবনায় এই ওয়াটার অ্যাম্বুলেন্স। বিধায়ক অরিন্দম গুইন জানান নতুন এই ভাবনায় সুবিধা হবে পূর্ণার্থীদের। পুর প্রধান পিন্টু মাহাতো জানান পুণ্যার্থীদের সুবিধার্থে রাজ্য সরকার এবারে বাড়তি গুরুত্ব দিয়েছেন, তাই পুণ্যার্থীদের বিভিন্ন পরিসেবা দেয়ার মধ্যে এই অ্যাম্বুলেন্স অন্যতম।